নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে (NCL) কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীদের  ডাম্পার অপারেটর, ক্রেন অপারেটর সহ আরও কয়েকটি পদে নিয়োগ করা হবে। নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। 

আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম জানতে জানতে প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর:- NCL/SING /PD/Direct-Recruitment /2023-24/538

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 07/08/2023

1) পদের নাম:- Shovel Operator (Trainee)

মোট শুন্যপদ:- এখানে মোট 35 টি শূন্যপদ রয়েছে।

2) পদের নাম:- Dumper Operator (Trainee)

মোট শুন্যপদ:- এখানে মোট 221 টি শূন্যপদ রয়েছে।

3) পদের নাম:- Surface Miner Operator (Trainee)

মোট শুন্যপদ:- এখানে মোট 25 টি শূন্যপদ রয়েছে।

4) পদের নাম:- Dozer Operator (Trainee)

মোট শুন্যপদ:- এখানে মোট 37 টি শূন্যপদ রয়েছে।

5) পদের নাম:- Grader Operator (Trainee)

মোট শুন্যপদ:- এখানে মোট 6 টি শূন্যপদ রয়েছে।

6) পদের নাম:- Pay Loader Operator (Trainee)

মোট শুন্যপদ:- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

7) পদের নাম:- Crane Operator (Trainee)

মোট শুন্যপদ:- এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।

 বয়সসীমা :-  উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 31/08/ 2023 অনুযায়ী 30 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

বেতনক্রম:- পার ডে 1502.66 টাকা করে।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে প্রার্থীর অবশ্যই HMV/ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।

আরও পড়ুনঃ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে (NTPC) বিভিন্ন পদে কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি:- প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.nclcil.in এ গিয়ে রেজিস্ট্রেশন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস এর তথ্য দিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:- কম্পিউটার টেস্ট এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদন ফি:- GEN / OBC / EWS প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 1000 টাকা। এবং SC / ST/ PwBD প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীদের আবেদন করতে হবে 31/08/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *