উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের (UBKV) তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে জুনিয়র রিসার্চ ফেলো ও ফিল্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। প্রার্থীকে নিয়োগ করা হবে সরাসরি walk-in-interview এর মাধ্যমে। প্রার্থীকে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক অস্থায়ী পদে। পশ্চিমবঙ্গের উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম কি থাকছে তা সবিস্তারে বর্ণনা করা হলো আজকের এই প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর:- UBKV/DR-289
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 21/08/2023
পদের নাম:- ১) জুনিয়র রিসার্চ ফেলো।
মোট শুন্যপদ:- 01 টি।
বয়সসীমা:- 01/01/2023 অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
বেতনক্রম:- প্রতিমাসে 31,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই সোয়েল সাইন্স এ M.Sc ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।
পদের নাম:- ২) ফিল্ট অ্যাসিস্ট্যান্ট।
মোট শুন্যপদ:- 01 টি।
বয়সসীমা:- 01/01/2023 অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
বেতনক্রম:- প্রতিমাসে 22,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই এগ্রিকালচার বিষয়ে B.Sc ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।
ইন্টারভিউ এর সময়:- জুনিয়র রিসার্চ ফেলো পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর সময় 12:00 PM এবং ফিল্ট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর সময় 1:00 PM.
আবেদন করার ঠিকানা:- Conference rokm of The RKVY building, Uttar Banga Krishi Bishwabidyalay, Punfibari, Coochbehar.
আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 31/08/2023 এই তারিখের মধ্যে।
Official Notice:- Click Here