রাজ্যের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
বিজ্ঞপ্তি নম্বর :- Task force/Dementia Project/I-CAM/788/2022-23
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 02/03/2023
পদের নাম :- প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার।
মোট শূন্যপদ :- 01 টি।
বয়সসীমা :- 30 বছরের মধ্যে
বেতনক্রম :- প্রতিমাসে 32,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইন্স বিভাগে গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।
এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।
আবেদন পদ্ধতি :- প্রার্থীকে যেহেতু সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে সেহেতু প্রার্থীকে আগে থেকে কোনোরূপ আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস বা নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুনঃ ওয়েবেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ। প্রতিমাসে – ২৫,০০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া :- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।
ইন্টারভিউয়ের স্থান এবং সময়:- ICMR-Kolkata, Block DP-1, Sector-V, Salt Lake, Kolkata- 700091
রিপোর্টিং এর সময় সকাল 11:00 টার সময়।
আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 24/03/2023 এই তারিখের মধ্যে।
Official Notice:- Click Here