কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে প্রার্থীকে Group -C পদে নিয়োগ করা হবে। প্রার্থীকে নিয়োগ করা হবে কল্যাণী এইমসে (Kalyani AIIMS)। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম জানতে প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।
বিজ্ঞপ্তি নম্বর :- 277
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 20/02/2023
পদের নাম :- ১) স্পিচ থেরাপিস্ট।
মোট শূন্যপদ :- 01 টি।
বয়সসীমা :- 21 থেকে 30 বছরের মধ্যে।
বেতনক্রম :- প্রতিমাসে 43,900 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় থেকে স্পিচ এবং হিয়ারিং বিষয়ে বি.এস.সি (B.Sc) ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।
পদের নাম :- ২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Anesthesiology)।
মোট শূন্যপদ :- 01 টি।
বয়সসীমা :- 25 থেকে 35 বছরের মধ্যে।
বেতনক্রম :- প্রতিমাসে 43,900 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই ওটি টেকনিকুইজ বিষয়ে বি.এস.সি (B.Sc) ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে। সেই সঙ্গে কাজের ভিত্তিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম :- ৩) ওটি টেকনিশিয়ান।
মোট শূন্যপদ :- 03 টি।
বয়সসীমা :- 25 থেকে 35 বছরের মধ্যে।
বেতনক্রম :- প্রতিমাসে 43,900 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই ওটি টেকনিকুইজ বিষয়ে বি.এস.সি (B.Sc) ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে। সেই সঙ্গে কাজের ভিত্তিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম :- ৪) ম্যানাজার/সুপারভাইজার/গ্যাস অফিসার।
মোট শূন্যপদ :- 01 টি।
বয়সসীমা :- 30 থেকে 40 বছরের মধ্যে।
বেতনক্রম :- প্রতিমাসে 45,300 টাকা
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইন্জিনিয়ারিং ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে। সেই সঙ্গে কাজের ভিত্তিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি :- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.becil.com এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রার্থীর প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র দিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ দিল্লি ইউনিভার্সিটির মৈত্রেয়ী কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ
আবেদন ফি :- আবেদন ফি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।
আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হবে 06/03/2023 এই তারিখের মধ্যে।
Official Notice:- Click Here