হিন্দুস্তান কপার লিমিটেডের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ম্যানেজমেন্ট ট্রেনি সহ আরো কয়েকটি পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের উভয় প্রার্থীই অর্থাৎ ছেলে ও মেয়ে এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম কি থাকছে তা জানানো হবে আজকের এই প্রতিবেদনে।

বিজ্ঞপ্তি নম্বর :- Estt./1/2015/2022-23

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 31/01/2023

১) পদের নাম :- সিনিয়র ম্যানেজার।

মোট শূন্যপদ :- 01 টি।

বয়সসীমা:- 01/01/2023 সর্বোচ্চ 47 বছরের মধ্যে।

বেতনক্রম :- উপরোক্ত পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে পে লেভেল অনুযায়ী 70,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই জিওলজিতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।

২) পদের নাম :- ডেপুটি ম্যানাজার।

মোট শূন্যপদ :- 06 টি।

বয়সসীমা:- 01/01/2023 সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

বেতনক্রম :- উপরোক্ত পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে পে লেভেল অনুযায়ী 50,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি-তে ব্যাচেলার ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।

৩) পদের নাম :- গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি।

মোট শূন্যপদ :- 04 টি।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি-তে ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।

যে সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন করা হবে:- ইলেকট্রিক্যাল , মেকানিক্যাল

৪) পদের নাম :- ম্যানেজমেন্ট ট্রেনি।

মোট শূন্যপদ :- 13 টি।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBA(Finance) ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অধিক জানতে নিচের অফিশিয়াল নোটিসটি চেক আউট করে নেবেন।

যে সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন করা হবে:- Finance, HR, Law, M&C

আরও পড়ুনঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট  www.hindusthancopper.com  এ গিয়ে আবেদন পত্র ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে যাবতীয় সার্টিফিকেট ও ডকুমেন্ট এর তথ্য দিয়ে আবেদন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:- প্রথমে লিখিত পরীক্ষা এবং সর্বশেষ ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 28.02.2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *