পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে প্রোগ্ৰাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে প্রার্থীকে প্রোগ্ৰাম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক অস্থায়ী পদে নিয়োগ করা হবে। প্রার্থীকে নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলাতে। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম জানতে আজকের এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর :- 2617/DH&FWS/II-10

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 09/03/2023

পদের নাম :- প্রোগ্ৰাম অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ :- 01 টি। (UR)

বয়সসীমা :- 01/01/2023 অনুযায়ী মিনিমাম 40 বছরের মধ্যে।

বেতনক্রম :- প্রতিমাসে 22,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে। সেই সঙ্গে গভর্নমেন্ট রেজিস্টার যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপর ডিপ্লোমা/ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও MS Word, MS Excel, MS Power Point, MS Access and Internet এর উপর নলেজ থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে টাইপিং স্পীড থাকতে হবে প্রতি মিনিট 30 টি শব্দ।

আবেদন পদ্ধতি :- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in or www.purbabardhaman.nic.in এ গিয়ে আবেদন পত্র ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। তবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ ভারত সরকারের শ্রম ও রোজগার মন্ত্রকে কর্মী নিয়োগ।

নির্বাচন প্রক্রিয়া :- 

  • প্রার্থীর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এর নম্বর চেক করা হবে।
  • সর্বশেষ কম্পিউটার টেস্ট এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদন ফি :- অসংরক্ষিত প্রার্থীদের 100 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের 50 টাকা আবেদন ফি দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 31/03/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here

Leave a Comment