রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে সোশ্যাল ওয়ার্কার সহ আরও কয়েকটি পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। প্রার্থীকে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক অস্থায়ী পদে।
আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম কি থাকছে তা সবিস্তারে বর্ণনা করা হলো আজকের এই প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর:- CMOH/Samiti/225
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 05/06/2023
পদের নাম:- ১) Early Interventionist cum Special Educator.
মোট শুন্যপদ:- 01 টি।
বয়সসীমা:- সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
বেতনক্রম:- 18,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই স্পেশাল এডুকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।
পদের নাম:- ২) সোশ্যাল ওয়ার্কার।
মোট শুন্যপদ:- 01 টি।
বয়সসীমা:- সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
বেতনক্রম:- 25,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই সোশিওলজি অথবা সোশ্যাল ওয়ার্কার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে।
পদের নাম:- ৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান।
মোট শুন্যপদ:- 02 টি।
বয়সসীমা:- সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
বেতনক্রম:- 22,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে জীববিদ্যা, রসায়ন ও ভৌত বিজ্ঞানে পাশ করে থাকতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও জানতে নিচের অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।
আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:- প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নির্বাচন করা হবে। যথা:-
১) প্রথমে লিখিত পরীক্ষা হবে।
২) তারপরে কম্পিউটার টেস্ট হবে।
৩) সর্বশেষ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ:- প্রার্থীদের আবেদন করতে হবে 11/09/2023 এই তারিখের মধ্যে।
Official Notice:- Click Here