রাজ্যের সরকারি চাকুরিজীবীদের জন্য বিরাট বড় সুখবর। বর্তমানে রাজ্য সরকারের আয়তাধীনে নিযুক্ত সরকারি কর্মীরা ডিএ(DA) বাড়ানোর উদ্দেশ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারি কর্মী যৌথ মঞ্চের দাবি পূরণ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের অধীনে নিযুক্ত সরকারি কর্মীরা এটাই বলতে চাইছে যে, কেন্দ্র সরকারের অধীনে নিযুক্ত কর্মচারী এবং রাজ্য সরকারের অধীনে নিযুক্ত কর্মচারীরা যে সমস্ত কর্ম করে থাকেন তাদের কাজকর্মের সেরকম কোনো তফাৎ নেই তবুও কেন্দ্র সরকারের থেকে রাজ্য সরকারের নিযুক্ত সরকারি কর্মচারীদের ডিএ (DA) এর পরিমাণ যথেষ্ট কম।
এই বেতনের তারতম্যের পার্থক্য অনুযায়ী রাজ্য সরকারের নিযুক্ত কর্মীরা সারা রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে, রাজ্য সরকারি নিযুক্ত কর্মীরা একাংশে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবার তাদের আন্দোলনের প্রতিকার হবে বলে মনে করা হচ্ছে।
সামনে পূজো আসছে। এবং পূজোর পরে পরেই আমাদের লোকসভা ভোট আগত। এবার সূত্র মারফত জানা গিয়েছে যে, কেন্দ্র সরকারের আয়তাধীনে নিযুক্ত কর্মীদের চার(4) শতাংশ ডিএ (DA) বৃদ্ধি পেতে চলেছে। রাজ্য সরকারের আয়তাধীনে যে সমস্ত চাকুরিজীবী কর্মীরা কর্মরত তাদের অনুমান যে, লোকসভা ভোটের আগেই রাজ্য সরকার চাইলেই অনায়াসে ডিএ(DA) বৃদ্ধি করতে পারে। তবে এখানে বিশাল বড় একটা ঝুঁকিপূর্ণ প্রশ্ন উড়ে এসে বসেছে যে, তাহলে এবার কেন্দ্র সরকারের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য সরকার কি তাদের ডিএ বৃদ্ধি করতে চলেছে?
রাজ্য সরকারের আওতাধীন নিযুক্ত সমস্ত সরকারি কর্মচারীরা শহীদ মিনারের প্রায় চারিদিকে ২০০ দিনব্যাপী বা তার আরও বেশি দিন ধরে বকেয়া ডিএ (DA) বাড়ানোর জন্য আন্দোলন চালিয়েছে। এবার এই সমস্ত রাজ্য সরকারি কর্মীরা পূজোর আগেই একটি বিশাল বড় সিদ্ধান্তে উপনীত হতে চলেছে। তাদের দাবি হচ্ছে এই যে, AICPI অনুযায়ী তাদের ডিএ (DA) মেটাতে হবে।
তবে ডিএ (DA) এর পরিমান বাড়ানোর জন্য এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনরূপ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে সূত্র মারফত এটা জানা গিয়েছে যে, পুজোর আগে না হলেও অন্ততপক্ষে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের আয়তাধীনে নিযুক্ত কর্মীদের ডিএ (DA) এর পরিমাণ বাড়াতে চলেছে রাজ্য সরকার।