ভারত সরকারের শ্রম ও রোজগার মন্ত্রকে কর্মী নিয়োগ।

ভারত সরকারের শ্রম ও রোজগার মন্ত্রকের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক অস্থায়ী পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম কি থাকছে তা জানতে প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর :- 03 of 2023

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 06/03/2023

পদের নাম :- ১) প্রফেসর।

মোট শূন্যপদ :- 08 টি।

বেতনক্রম :- প্রতিমাসে 2,22,543 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।

পদের নাম :- ২) অ্যাসোসিয়েট প্রফেসর।

মোট শূন্যপদ :- 20 টি।

বেতনক্রম :- প্রতিমাসে 1,47,986 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।

পদের নাম :- ৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

মোট শূন্যপদ :- 47 টি।

বেতনক্রম :- প্রতিমাসে 1,27,141 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।

আবেদন পদ্ধতি :- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটিকে ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আরও পড়ুনঃ রাজ্যের আয়ুষ সমিতিতে অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ।

আবেদন ফি :- GEN/OBC/EWS প্রার্থীদের আবেদনের জন্য আবেদন ফি দিতে হবে 225 টাকা। এছাড়া ST/SC/PWD প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি দিতে হবে না। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি কাটতে হবে।

আবেদন করার ঠিকানা:- Office  of the Deam, ESI-PGIMSR & ESIC Medical College, Joka, Kolkata – 700104.

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 20/03/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here 

Leave a Comment