রাজ্যের রুপশ্রী প্রকল্পের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে প্রার্থীকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। উপরোক্ত পদে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কালিংপং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নূন্যতম গ্ৰ্যাজুয়েশন পাশে এখানে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম কি থাকছে তা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

পদের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator)।

মোট শূন্যপদ:- 01 টি। (OBC-A category)

বয়সসীমা:- 01/01/2023 অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

বেতনক্রম:- উপরোক্ত পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 11,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের উপর নলেজ (Microsoft Word, Microsoft Excel and Microsoft Power Point) থাকতে হবে।

কম্পিউটারে টাইপিং স্পীড থাকতে হবে 30 wpm.

আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। আবেদন করার জন্য প্রার্থীকে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে পুরে Application for the post এর নাম লিখে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:- প্রার্থীকে নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে। যথা:-

১) প্রথমে লিখিত পরীক্ষা হবে।

২) তারপর কম্পিউটার টেস্ট হবে।

৩) এবং সর্বশেষ পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র:-

১) বয়সের প্রমানপত্র।

২) আবাসিক ঠিকানার প্রমানপত্র।

৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।

৪) কাস্ট সার্টিফিকেট।

৫) পাসপোর্ট সাইজের রঙ্গিন ফটোকপি (3 টি)। ইত্যাদি।

আবেদন করার ঠিকানা:- Rupashree Section, Office of the District Magistrate, Kalimpong, first floor, P.O. & P.S. Kalimpong, Dist – Kalimpong, PIN –734301.

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 21/02/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *