রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়তাধীনে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের উভয় প্রার্থীই অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। নূন্যতম যোগ্যতা GNM/ANM/B.sc Nursing ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম কি রয়েছে তা সবিস্তারে বর্ণনা করা হবে আজকের এই প্রতিবেদনে।

বিজ্ঞপ্তি নম্বর:- 237/CMOH/H&FW,GTA

১) পদের নাম:- ANM(Community Health Assistant)

মোট শুন্যপদ:- 7 টি।

বয়সসীমা:- 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

বেতনক্রম:- প্রতিমাসে 13,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM/ANM নার্সিং ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।

২) পদের নাম:-  Staff Nurse(UHWC/Polyclinic)

মোট শুন্যপদ:- 7 টি।

বয়সসীমা:- প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

বেতনক্রম:- প্রতিমাসে 25,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM/B.sc নার্সিং ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।

আরও পড়ুন : রূপশ্রী প্রকল্পে DEOপদে কর্মী নিয়োগ। প্রতিমাসে বেতন 11,000 টাকা।

আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র A4 সাইজের ডাউনলোড করতে হবে। আবেদন পত্রটি ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর নথিপত্র অ্যাটাচ করে একটি মুখবন্ধ কামে পড়ে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট(Application for the post) লিখে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:- শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা:- To the CMOH Darjeeling & Member Secretary , District Level, Selection Committee, H&FW, GTA

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 24/02/2023 এই তারিখের মধ্যে।

Official Notice: Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *