রাজ্যের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে কর্মী নিয়োগ

রাজ্যের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। প্রার্থীকে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক অস্থায়ী পদে। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম কি থাকছে তা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর :- DHFWS/DPMU-II/212

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 09/03/2023

পদের নাম :- ১) মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি।

মোট শূন্যপদ :- 06 টি। 

ক্যাটাগোরি অনুযায়ী মোট শূন্যপদ সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।

বয়সসীমা :- 01/01/2023 অনুযায়ী 62 বছরের মধ্যে।

বেতনক্রম :- প্রতিমাসে 60,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যে কোনো মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।

পদের নাম :- ২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট(Urban).

মোট শূন্যপদ :- 05 টি। 

ক্যাটাগোরি অনুযায়ী মোট শূন্যপদ সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।

বয়সসীমা :- 01/01/2023 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে।

বেতনক্রম :- প্রতিমাসে 13,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM/GNM ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।

পদের নাম :- ৩) স্টাফ নার্স।

মোট শূন্যপদ :- 05 টি।

বয়সসীমা :- 01/01/2023 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

বেতনক্রম :- প্রতিমাসে 25,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে GNM ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি :- যেহেতু প্রার্থীকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে সেহেতু প্রার্থীকে আগে থেকে কোনোরূপ আবেদন করতে হবে না। ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস বা নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুনঃ রাজ্যের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে (ICMR) প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ

নির্বাচন প্রক্রিয়া :- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদন ফি :- অসংরক্ষিত প্রার্থীদের 100 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের 50 টাকা আবেদন ফি দিতে হবে।

ইন্টারভিউয়ের স্থান এবং সময়:- CMOH Office, Suri, Birbhum. 

সকাল 11 টার সময় উপস্থিত থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 23/03/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here 

Leave a Comment