ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে প্রার্থীকে ডাটা এন্ট্রি অপারেটর সহ আরো কয়েকটি পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক অস্থায়ী পদে প্রার্থীকে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম কি থাকছে তা সবিস্তারে বর্ণনা করা হলো আজকের এই বিস্তারিত প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর:- BECIL/MR-Project/AIIMS, Kalyani/ Advt.2023/287
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 13/03/2023
পদের নাম:- ১) ডায়ালিসিস টেকনিশিয়ান।
মোট শূন্যপদ:- 02 টি।
বয়সসীমা:- 30 বছরের মধ্যে।
বেতনক্রম:- প্রতিমাসে 26,100 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডায়ালিসিস টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্ৰি কমপ্লিট করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম:- ২) ক্যাথ ল্যাব টেকনিশিয়ান।
মোট শূন্যপদ:- 01 টি।
বয়সসীমা:- 21-30 বছরের মধ্যে।
বেতনক্রম:- প্রতিমাসে 26,100 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই সাইন্স বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা মেডিকেল কলেজ থেকে ক্যাথ ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।
পদের নাম:- ৩) ড্রাইভার(অর্ডিনারি গ্ৰেড)।
মোট শূন্যপদ:- 02 টি।
বয়সসীমা:- 18 থেকে 27 বছরের মধ্যে।
বেতনক্রম:- প্রতিমাসে 23,100 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। LMV and HMV commercial License সহ
2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে driving commercial vehicle এর উপর।
পদের নাম:- ৪) ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ:- 06 টি।
বয়সসীমা:- 18 থেকে 27 বছরের মধ্যে।
বেতনক্রম:- প্রতিমাসে 24,800 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে উক্ত পদে আবেদনকারী প্রার্থীর অবশ্যই টাইপিং স্পীড থাকতে হবে প্রতি ঘন্টায় মিনিমাম 8000 key depressions।
আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.becil.com এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন পত্র ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
আরও পড়ুনঃ পূর্ব বর্ধমানের হেলথ ডিপার্টমেন্টে Multi Rehabilitation Worker পদে কর্মী নিয়োগ
নির্বাচন প্রক্রিয়া:- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।
আবেদন ফি:- General, OBC, Women ও Ex-servicemen প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 885 টাকা এবং ST/SC, EWS/PH প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 531 টাকা।
আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 22/03/2023 এই তারিখের মধ্যে।
Official Notice- Click Here