ব্যাংকে অধিক শূন্যপদে এক্সিকিউটিভ অফিসার ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কো-অপারেটিভ ব্যাংক(LTD) মুম্বাই এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে এক্সিকিউটিভ অফিসার ও ক্লার্ক পদে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম :- ১) এক্সিকিউটিভ অফিসার।

মোট শূন্যপদ :- 03 টি।

বয়সসীমা :- 31/03/2023 তারিখ অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে।

বেতনক্রম :- প্রতিমাসে 35,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে 50% নম্বর নিয়ে গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।

পদের নাম:- ২) ক্লার্ক

মোট শূন্যপদ:- 08 টি।

বয়সসীমা:- 31/03/2023 তারিখ অনুযায়ী 21 থেকে 30 বছরের মধ্যে।

বেতনক্রম:- প্রতিমাসে 21,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে 50% নম্বর নিয়ে গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি :- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.incometaxbank.co.in এ গিয়ে রেজিস্ট্রেশন করার পর আবেদন পত্র ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

আরও পড়ুনঃ শতাধিক শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

আবেদন ফি:- এক্সিকিউটিভ অফিসার পদের জন্য প্রার্থীকে আবেদন ফি দিতে হবে 1,000 টাকা এবং ক্লার্ক পদের জন্য প্রার্থীকে আবেদন ফি দিতে হবে 800 টাকা।

নির্বাচন প্রক্রিয়া :- 

  • প্রথমে লিখিত পরীক্ষা হবে।
  • এবং সর্বশেষ পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 28/03/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here 

Leave a Comment