রাজ্যের মিড-ডে-মিল প্রকল্পে হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ। বেতন -11,000 টাকা।

রাজ্যের মিড-ডে-মিল বিভাগে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (হিসাবরক্ষক) পদে নিয়োগ করা হবে। সরাসরি walk in interview এর মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে। প্রার্থীকে চুক্তিভিত্তিক অস্থায়ী পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। 

আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম কি থাকছে তা সবিস্তারে বর্ণনা করা হলো আজকের এই প্রতিবেদনে।

বিজ্ঞপ্তি নম্বর:- 63/MDM

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 12/06/2020

পদের নাম:- অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (হিসাবরক্ষক)।

মোট শূন্যপদ:- 01 টি।

বয়সসীমা:- 17/03/2023 অনুযায়ী 60 থেকে 64 বছরের মধ্যে।

বেতনক্রম:- প্রতিমাসে 11,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই গ্ৰুপ-বি/সি পদে কর্মরত গভর্নমেন্ট রিটায়ার্ড ব্যাক্তি হতে হবে।

আবেদন পদ্ধতি:- যেহেতু প্রার্থীকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে সেহেতু প্রার্থীকে আগে থেকে কোনোরূপ আবেদন করতে হবে না। ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস বা নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ

নির্বাচন প্রক্রিয়া:- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদন করার ঠিকানা:- Block Development Officer Nanoor Development Block Nanoor Birbhum.

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 29/03/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here

Leave a Comment