সুকন্যা সমৃদ্ধি যোজনা( Sukanya Samridhi Yojana):

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মধ্যবিত্ত পরিবারের কন্যাদের জন্য এই প্রকল্পটি রূপায়ণ করেছেন। এটি একটি ছোট বিনিয়োগ প্রকল্প হিসেবে ধরা যেতে পারে। কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও পরিকল্পনার একটি অংশ।এর উদ্দেশ্য হল মধ্যবিত্ত পরিবারের বালিকাদের ভবিষ্যত সুরক্ষিত করা। মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুশিক্ষা ও স্বপ্ন পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।
এই প্রকল্পের অধীনে শুধুমাত্র বাড়ির কন্যারাই আবেদন করতে পারবে। আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে যোগাযোগ করে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধিত সমস্ত বিষয় পূর্ণরূপে জানার জন্য আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Table of Contents
Sukanya Samridhi Yojana Highlights
প্রকল্পের নাম | সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samridhi Yojana) |
প্রকল্পের ধরন | সরকারী প্রকল্প |
কে আবেদন করতে পারবে | ভারতবর্ষের সকল বাবা মা তার মেয়েদের জন্য আবেদন করতে পারে। |
সুদের হার | ৮.৫% |
অ্যাকাউন্ট খোলার বয়স | ০- ১০ বছর |
নূন্যতম বিনিয়োগ পরিমাণ | ১০০০/- টাকা |
সর্বোচ্চ বিনিয়োগ পরিমাণ | ১,৫০,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন যোগ্যতা (Sukanya Samridhi Yojana Eligibility Criteria):
সুকন্যা সমৃদ্ধি যোজনে আবেদন করতে চাইলে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা নিচে বিস্তারিত ভাবে বর্ণনা করা হলো:
শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য: এই স্কিমের সুবিধা শুধুমাত্র সেই মেয়েরাই পাবে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এবং যারা সবসময়ের জন্য ভারতবর্ষে থাকে। যারা ভারতের বাইরে থাকে বা এন আর আই তারা কিন্তু এই যোজনার আওতায় আসতে পারবে না।
মেয়ের বয়স ১০ বছরের কম হতে হবে: এই স্কিমে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে শুধুমাত্র সেই অভিভাবকরায় এতে বিনিয়োগ করতে পারবেন যাদের সন্তানের অর্থাৎ মেয়ের বয়স ১০ বছরের কম, দশ বছরের বেশি হলে আবেদন করা যাবে না।
সুকন্যা সমৃদ্ধি যোজনা আর নিয়ম ও সুবিধা ( Sukanya Samridhi Yojana Rules And Benefits )
এখন এই স্কিমের সুবিধা ও বৈশিষ্ট্য গুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক:
- ভারতবর্ষের সমস্ত কন্যারাই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।
- এক বছরে সুকন্যা সমৃদ্ধি একাউন্টে সর্বনিম্ন ১,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৫০,০০০/- টাকা পর্যন্ত জমা করা যেতে পারে।
- যদি বছরের শেষ পর্যন্ত মোট ১ হাজার টাকা পর্যন্ত একাউন্টে জমা না করা হয় তাহলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বলে বিবেচিত হবে তার জন্য ৫০ টাকা জরিমানা আরোপ করা হবে।
- এই স্কিমে বিনিয়োগকারীকে জমা অর্থে ৭.৭% হাড়র সুদ প্রদান করে যা সম্পূর্ণ করমুক্ত।
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় অধীনে ইনকাম ট্যাক্স আইনের ধারায় 80C এর অধীনে প্রতিবছর 5,00,000/- পর্যন্ত টাকা ছাড় দেওয়া হয়।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents For Sukanya Samridhi Yojana):
- আবেদনকারীর মেয়ের সন্তানের আধার কার্ড
- সন্তানের নামে থাকা বৈধ ব্যাংক একাউন্ট
- পিতা-মাতার যেকোনো একজনের পরিচয় পত্র
- বার্ষিক আয়ের সার্টিফিকেট
- স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
- আবেদনকারী মেয়ের পাসপোর্ট সাইজের ছবি
- মেয়ের জন্ম সার্টিফিকেট
- জাতিগত কোন শংসাপত্র থাকলে
- বৈধ মোবাইল নাম্বার
উপরোক্ত সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে প্রদান করে আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি পরিবারে কয়টি অ্যাকাউন্ট খুলে যেতে পারে:
- সুকন্যা সমৃদ্ধি যোজনা আবেদনকারী মেয়ের কেবলমাত্র একটি অ্যাকাউন্ট খোলার অনুমতি প্রদান করা হয়েছে।
- আবেদনকারী অভিভাবক বা পিতা-মাতার এই প্রকল্পে সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া রয়েছে।
- প্রথম মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি একাউন্ট খোলার পর যদি দ্বিতীয় প্রসবের সময় জমজ মেয়ের জন্ম হয় তাহলে এসব কথার অধীনে তিনটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সে অবস্থায় জমজ মেয়ে হওয়ার উপযুক্ত প্রমাণপত্র প্রদান করতে হবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় কিভাবে আবেদন করবেন (How To Apply Sukanya Samridhi Yojana):
সুকন্যা সমৃদ্ধি যোজনা আবেদন দু’রকম পদ্ধতিতে করা যায়, একটি হচ্ছে অফলাইন আরেকটি হচ্ছে অনলাইন।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় অফলাইন আবেদন পদ্ধতি:
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে গেলে আপনাকে আপনার নিকটস্থ পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
- আবেদনপত্র পাওয়ার পর জন্ম তারিখ বাড়ির ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথি অবশ্যই জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
- অবশেষে আপনাকে পূরণ করা আবেদন পত্রটি পোস্ট অফিস বা ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরে জমা করে রশিদ সংগ্রহ করতে হবে।
- অ্যাকাউন্ট খোলার পর ব্যাংক বা পোস্ট অফিস থেকে আপনাকে একটা লেনদেন করার জন্য পাস করি প্রদান করা হবে। যার দ্বারা আপনি অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত লেনদেনের সঠিক পর্যালোচনা করতে পারবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় অনলাইন আবেদন পদ্ধতি:
- সুকন্যা সমৃদ্ধি যোজনা দ্বারা অনুমোদিত যেকোনো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার আবেদন সম্পন্ন করতে পারেন।
- ওয়েবসাইটে গিয়ে প্রথমে সুকন্যা সমৃদ্ধি যোজনার লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে, আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ওই ফর্মটি পূরন করতে হবে।
- ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- অবশেষে আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হবে এবং আপনি নেট ব্যাঙ্কিং, UPI যেকোনো পদ্ধতিতে একাউন্টে টাকা জমা দিয়ে আপনার লেনদেন প্রক্রিয়া সক্রিয় করতে পারবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করার সময়কাল:
অফিসিয়াল ভাবে অ্যাকাউন্ট খোলার দিন থেকে আগামী ১৫ বছর পর্যন্ত এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন।
মাসিক জমার পরিমাণ হিসাবে টাকার পরিমাণ:
ধরে নেওয়া যাক আপনি মাসিক কিছু পরিমান টাকা ১৪ বছরের জন্য জমা করলেন, অবশেষে যে টাকাটি আপনি প্রাপ্ত হবেন।
মাসিক বিনিয়োগ | সুদের হার | পরিপক্ক রাশি |
১০০০ | ৮.৫% | ৫,৫৭,৬৯০ |
২০০০ | ৮.৫% | ১১,০৯,৮৩২ |
৩০০০ | ৮.৫% | ১৬,৬১,৯৭৫ |
৪০০০ | ৮.৫% | ২২,১৪,১১৮ |
৫০০০ | ৮.৫% | ২২,৬৬,২৬১ |
৬০০০ | ৮.৫% | ৩৩,১৮,৪০৪ |
১২৫০০ | ৮.৫% | ৬৯,০৭,৩৩৪ |
FAQ (Frequently Asked Question)
সুকন্যা সমৃদ্ধি যোজনা কী? কে এই প্রকল্পে আবেদন করতে পারবে?
সুকন্যা সমৃদ্ধি যোজনা হল কন্যা শিশুর জন্য কেন্দ্র সরকার তারা চালু করা একটি সঞ্চয় প্রকল্প। যেখানে শুধুমাত্র 10 বছরের কম বয়সী মেয়েরা আবেদন করতে পারবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা একই ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে?
এই প্রকল্পে ঋণ নেওয়ার কোন বিকল্প ব্যবস্থা নেই। জমা করা অর্থের অর্ধাংশ 18 বছর পর এবং বাকি অর্ধাংশ 21 বছর পরে তোলা যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার কত?
৮.৫%
সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্টে সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যেতে পারে?
সর্বনিম্ন প্রতিবছর আপনি ১,০০০/- টাকা এবং সর্বোচ্চ ১,৫০,০০০/- টাকা পর্যন্ত জমা করতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনার হেল্পলাইন নম্বর
টোল ফ্রি নম্বর ১৮০০-২৩৩-০৬০