স্কিল ইন্ডিয়ার আয়তাধীনে ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স করানো হবে। যেখানে প্রার্থীকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম কি থাকছে তার সবিস্তারে বর্ণনা করা হলো আজকের এই প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর :- RRC/WR/01/2023
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 21/06/2023
পদের নাম:- অ্যাপ্রেন্টিস।
মোট শুন্যপদ:- 3,624 টি।
Fitter, Welder, Turner, Machinist, Carpenter, Painter (General), Mechanic (DSL), Mechanic (Motor Vehicle), Programming &
System Administration Assistant, Electrician, Electronics Mechanic, Wireman, Mechanic
Refrigeration & AC, Pipe Fitter এবং Stenographer এই সমস্ত পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
বয়সসীমা:- 26/07/2023 অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
বেতনক্রম:- প্রার্থীকে অবশ্যই রেলওয়ে বোর্ডের নির্দিষ্ট নিয়ম লেভেল-1 অনুযায়ী 18,000-56,900 টাকা পর্যন্ত। এছাড়াও কোর্স সমাপ্ত হলে প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে যেকোনো ট্রেডে ITI ডিগ্ৰী কমপ্লিট করে সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় কন্যাশ্রী প্রকল্পে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.rrc-wr.com -এ গিয়ে রেজিস্ট্রেশন করার পর আবেদন পত্র ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি:- আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 100 টাকা। এছাড়াও SC/ST/PWD/Women এই সমস্ত প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 26/07/2023 এই তারিখে বিকেল 5 টার মধ্যে।
Official Notice:- Click Here