আজকের আমাদের এই প্রতিবেদনটি কেবলমাত্র স্ত্রী শক্তি ট্রাক্টর লোন প্রকল্প বা SBI Tractor Loan Scheme 2022। যারা এই SBI(স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) ট্রাক্টর ঋণ প্রকল্পে আবেদন করতে চান তারা অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হয়, আবেদনের যোগ্যতা কি রয়েছে, প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে। তো চলুন জানা যাক বিস্তারিত ভাবে এই ট্রাক্টর ঋণ প্রকল্প সম্বন্ধে।
SBI(স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) ট্রাক্টর লোন প্রকল্প 2022
পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা কোন না কোন কাজকর্ম করে নিজের জীবিকা নির্বাহ করছেন। যেহেতু ভারত কৃষিপ্রধান দেশ সেহেতু বেশিরভাগ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ করার জন্য ট্রাক্টর এর অবশ্যই প্রয়োজন। তাই SBI(স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) একটি ঋণ প্রকল্প শুরু করেছে যার নাম “স্ত্রী শক্তি ট্রাক্টর লোন প্রকল্প” বা SBI Tractor Loan Scheme।
প্রকল্পের নাম | স্ত্রী শক্তি ট্রাক্টর লোনপ্রকল্প |
রূপায়ণে | State Bank Of India |
সুবিধা | ট্রাক্টরের জন্য লোন |
উপভোক্তা | মহিলা |
সেশন | 2021-2022 |
স্ত্রী শক্তি ট্রাক্টর লোন প্রকল্পে কিভাবে আবেদন করবো(How to apply for SBI Tractor Loan Scheme)
- প্রথমে আবেদন কারীকে SBI ব্যাংকে যেতে হবে।
- তারপরে আবেদনকারীকে একটি “ট্রাক্টর লোন প্রকল্প” বা “স্ত্রী শক্তি ট্রাক্টর লোন প্রকল্প” এর ফরম নিতে হবে।
- এরপর সমস্ত প্রকার তথ্য দিয়ে আবেদনপত্রটি কে ভালোভাবে ফিলাপ করতে হবে।
- এরপর আবেদনপত্রটি ওই ব্যাংকে জমা করতে হবে।
SBI ট্রাক্টর লোন প্রকল্পের সুবিধা কি কি রয়েছে (What are the benefits of SBI Tractor Loan Scheme?)
- ট্রাক্টর লোন প্রকল্পে আবেদনকারী প্রার্থীকে সুদের হার অনেকটাই কম দিতে হয়।
- এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে কোন প্রকার আবেদন ফি দিতে হবে না।
- ট্রাক্টর লোন প্রকল্পে আবেদনকারী প্রার্থীকে ঋণ পরিশোধের জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়।
- ট্রাক্টর ঋণ প্রকল্পে আবেদনকারী প্রার্থী যদি ঋণ পরিশোধ করতে চায় তাহলে তাকে সময় দেওয়া হয় 48 মাস। কিন্তু আবেদনকারী প্রার্থী যদি আরো বেশি সময় চায় এই ঋণ পরিশোধ করার জন্য তবে তাকে 60 মাস পর্যন্ত সময় দেওয়া হয়।
পারিবারিক বার্ষিক আয় কত থাকলে ট্রাক্টর লোন প্রকল্পে আবেদন করা যাবে
ট্রাক্টর ঋণ প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় থাকতে হবে 1,50,000 টাকারও কম।
এসবিআই ট্রাক্টর লোন প্রকল্পে কি কি শর্তাবলী রয়েছে
বন্ধকী শর্তাবলী
- যদি আবেদনকারী প্রার্থী ব্যাংকের ঋণের পরিমাণ 30 শতাংশ বন্ধক রাখে তবেই তাকে ট্রাক্টর এর বিভিন্ন যন্ত্রপাতি কেনার খরচ 10% দিতে হবে।
- ট্রাক্টর লোন প্রকল্পে আবেদনকারী প্রার্থীকে ঋণ পরিশোধের জন্য 48 মাস সময় দেওয়া হবে।
বন্ধকী নয় এমন শর্তাবলী
- যদি আবেদনকারী প্রার্থী ব্যাংক থেকে ঋণ নেয় কোনোকিছু বন্ধক ছাড়াই তাহলে আবেদনে ইচ্ছুক প্রার্থীকে ট্রাক্টর এর বিভিন্ন যন্ত্রপাতি কেনার খরচ 50 শতাংশ দিতে হবে।
- ট্রাক্টর লোন প্রকল্পে আবেদনকারী প্রার্থীকে ঋণ পরিশোধের জন্য 36 মাস সময় দেওয়া হবে।
এসবিআই ট্রাক্টর লোন প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে (Document SBI Tractor Loan Project?
- প্রথমে ট্রাক্টর লোন প্রকল্পে আবেদন করা ফর্ম লাগবে।
- তারপরে তিন কপি পাসপোর্ট সাইজের ফটো।
- এরপর পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি।
- ঠিকানার প্রমাণপত্র।
- চাষের জন্য জমির কাগজপত্র।
- আয়ের প্রমাণ।
- ডিলার দ্বারা জারি করা ট্রাক্টর কোটেশন ইত্যাদি।
আশাকরি এই প্রতিবেদন থেকে আপনি স্ত্রী শক্তি ট্রাক্টর লোন প্রকল্প বা SBI Tractor Loan Scheme সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন। প্রতিবেদন টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।