
মিনারেল ওয়াটার প্লান্ট ব্যবসা 2023: আজকে আমরা যে ব্যবসাটির কথা বলব তা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসাটি করে আপনি খুব সহজেই জীবনের সাফল্য অর্জন করতে পারবেন।এই ব্যবসাটিতে কোন প্রকার ঝুঁকি নেই বললেই চলে। বিভিন্ন বাসাবাড়ি এবং মার্কেটে এই পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আজকে আমরা যে ব্যবসাটির কথা বলতে চলেছি তা হল মিনারেল ওয়াটার প্লান্ট ব্যবসা। খুব অল্প সংখ্যক মানুষই এই ব্যবসাটি করে প্রতিমাসে প্রায় 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আয় করছেন। আজকের এই নিবন্ধটি পড়েই আপনি খুব সহজেই এই ব্যবসাটি করেই প্রতি মাসে ভালো একটা মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটি করতে আপনার কি কি মেশিনের প্রয়োজন হবে, কিভাবে পণ্য মার্কেটিং করবেন, এবং এর প্রফিট কেমন হবে তার বিস্তারিত সকল তথ্য আজকের এই নিবন্ধটিতে আলোচনা করা হবে।
Table of Content
মিনারেল ওয়াটার প্লান্ট ব্যবসা:
এই ব্যবসাটি করার জন্য আপনাকে প্রথমে মিনারেল ওয়াটার প্লান্ট স্থাপন করতে হবে। ঘন্টায় 1,000 লিটার প্রোডাকশন ক্যাপাসিটির জন্য আপনার প্রয়োজন হবে 1200 স্কয়ার ফিট ফাঁকা জায়গা। জায়গাটি নির্ভর করবে আপনার প্ল্যান্টের প্রোডাকশন ক্যাপাসিটির উপর। এই ব্যবসাটি আপনি দুই রকম ভাবে শুরু করতে পারবেন।
প্রথমত মিনারেল ওয়াটার 20 লিটার জারে ভরে বিক্রি করতে পারবেন অথবা 500 বা 2000 মিলিমিটার বোতলে জল ভরে তা বাজারে বিক্রি করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার প্রয়োজন হবে কোম্পানি অথবা ব্র্যান্ডের নামটি রেজিস্ট্রেশন করানো। এছাড়াও আপনার প্রয়োজন হবে বোতল মেকিং মেশিন ও ফিলিং মেশিন। 1000 লিটার প্রোডাকশন ক্যাপাসিটির এই মেশিনটি চালানোর জন্য কমার্শিয়াল বিদ্যুতের প্রয়োজন হবে।
এরপর প্রয়োজন হবে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন। এই পাইপ লাইন দ্বারা মাটির নিচ দিয়ে জল প্লান্ট মেশিনে ফিল্টার করা হয়। এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক বলে আর কোনো কিছুই করার প্রয়োজন পড়ে না। মেশিন থেকে ফিল্টার হওয়া মিনারেল ওয়াটার সংগ্ৰহ করার জন্য আপনার বড়ো বড়ো জলের ট্র্যাঙ্ক প্রয়োজন হবে। এরপর সেই জল বোতলজাত করে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন। 20 লিটারের জলের জারগুলো সচরাচর ব্যাবহার হয়ে থাকে।
মিনারেল ওয়াটার প্লান্ট এর ব্যবহার:
হোটেল, রেস্টুরেন্ট বিভিন্ন দোকান , স্কুল, কলেজ এমনকি বাসাবাড়িতেও মানুষ এই জারগুলো ব্যাবহার করে থাকে। এই জলের জারগুলো আপনি খুব সহজেই আপনার স্থানীয় বাজার বা Indiamart.com এ কিনে নিতে পারবেন। যার মূল্য 100 থেকে 120 টাকা প্রতি পিস। আপনি যদি 20 লিটার জারে জল ভরে এই মিনারেল ওয়াটারের ব্যাবসা করতে চান তাহলে আপনার কোনো ব্র্যান্ডিং এর প্রয়োজন নেই। আপনি খুব সহজেই আপনার পণ্যটি সেল করতে পারবেন।
মিনারেল ওয়াটার প্লান্ট ব্যাবসায় প্রয়োজনীয় সামগ্রী:
১. সমস্ত প্রকার নথি ও লাইসেন্স সংগ্রহ করুন: যেকোনো ব্যবসা শুরু করার আগে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো নথি ও লাইসেন্স। সদা সর্বদা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ব্যবসা বৈধ। এর ফলে আপনি অবশ্যই আপনার গ্রাহকদেরকে আকৃষ্ট করতে পারবেন। তাই এই ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় সমস্ত অনুমতি গ্রহণ করুন। যে পণ্যগুলি আপনি ব্যবহার করছেন তার প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের লাইসেন্স ও সার্টিফিকেট সংগ্রহ করুন।
২. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন: যদিও এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক নয় তবুও ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার ফলে আপনি আপনার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বজায় রাখতে সক্ষম হবেন। ফলস্বরূপ আপনার অনুমতি ছাড়া কেউ আপনার অনুরূপ ব্যবসা বা আপনার ব্যান্ডের নাম ব্যবহার করতে পারবে না।
এই ব্যবসাটি করতে হলে আপনাকে একটি গাড়ি এবং ডেলিভারি বয় এর প্রয়োজন হবে। আপনি কি ধরনের গাড়ি ব্যাবহার করবেন সেটি নির্ভর করবে আপনার ব্যাবসার উপর। এই ব্যবসাটি শুরু করার জন্য GST Ragistration এবং Trade License এর প্রয়োজন পড়বে।
মিনারেল ওয়াটার প্লান্ট ব্যাবসায় মেশিনের দাম বা মূল্য:
এবার জেনে নেওয়া যাক প্ল্যান্ট মেশিনের মূল্য সম্বন্ধে। এই প্ল্যান্ট মেশিনটির দাম শুরু হয় 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 65 লক্ষ টাকা পর্যন্ত। দাম নির্ভর করে মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটির উপর। এই মেশিনটি আপনি খুব সহজেই Indiamart.com এ কিনে নিতে পারবেন।
FAQ:
মিনারেল জলের ব্যবসা শুরু করতে কত টাকা খরচ হতে পারে ?
এই ব্যবসা শুরু করতে যে মেশিনটি প্রাথমিকভাবে প্রয়োজন তার দাম 1.5 লক্ষ টাকা থেকে 65 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। মেশিনের ক্যাপাসিটির ওপর দাম নির্ভর করে।
মিনারেল ওয়াটার প্লান্ট ব্যবসা শুরু করে মাসে কত টাকা পর্যন্ত আয় করা যেতে পারে ?
এই প্ল্যান্টের মাধ্যমে আপনি প্রত্যেক মাসে ৪০,০০০/ টাকা থেকে ৫০,০০০/ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন ।
ভারতে প্রথম কোন কোম্পানি মিনারেল ওয়াটার প্লান্ট ব্যবসা শুরু করেছিল?
বিসলারি(Bisleri) )হচ্ছে প্রথম কোম্পানি যেটি ১৯৬৫ সালে ভারতবর্ষের প্রথম ওয়াটার প্লান্ট ব্যবসা শুরু করে ।