Key to success in life in bengali

Key To Success In Life In Bengali: আপনি জীবনে উন্নতি করতে চান এই রকম ভাবনা বা বিষয়কে আপনার মনের মধ্যে ঢুকিয়ে নিন। সঠিক জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। প্রকৃত জ্ঞান আপনার ভয় কে দমন করে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, আপনার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে এবং সাফল্য তৈরি করতে অনুপ্রাণিত করে। নিম্নে কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি দেওয়া হল যেগুলি আপনি আপনার জীবনে ফলো করলেই ধীরে ধীরে সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন।

আপনার লক্ষ্যই সফলতার একমাত্র পথ:-

আমরা কমবেশি সবাই চাই যে জীবনে সফল হতে। রাতে ঘুমাতে যাই কিভাবে সফল হওয়া যায় তা ভেবে। সকালে ঘুম থেকে উঠি সফল হওয়ার সাধনা করার জন্য। সবাইকেই জীবনে ভালো কিছু করতে, বড় হতে, সবার কাছে সন্মান পেতে কিন্তু নিজে নিজেই নিজের ক্ষেত্রে যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চাই সবাই।

আক্ষরিক অর্থে যদি বলতে হয় তাহলেই বলা যায় যে সফল হওয়ার অনেক উপায় রয়েছে। আবার বলা যায় সফলতা পরিশ্রমের একটি বিষয়। জীবনে যে কেউ সফল ব্যক্তিকে পরিণত হতে পারে না। যারা জীবনে সফল হয়েছেন তাদেরকে অনেক সাধনা করতে হয়েছে। কারণ সফল ব্যক্তির একটি লক্ষ্য থাকে। আর লক্ষ্য ছাড়া সফল হওয়া অসম্ভব। সফল মানুষ হতে হলে কিছু কাজ করলেই হয় না। এর পাশাপাশি কিছু কাছ থেকে বিরত থাকতে হয়।

আপনি যদি সফল হতে চান তাহলে নির্দিষ্ট একটি লক্ষ্য ঠিক করুন। এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। যদি আপনার জীবনের লক্ষ্য হয় আপনি রিকশা চালাবেন তাহলে বিশ্বাস করুন আপনি রিকশা চালিয়েই সফল হবেন। যদি আপনার লক্ষ্য থাকে আপনি বিমান চালাবেন আর লক্ষ্য সেরকম উঁচুতে রাখবেন আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী তা করতে পারেন তাহলে আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না। সবচাইতে বড় কথা আপনি সুখী হবেন।

মনে রাখবেন কোন কাজই ছোট নয়। সফল হওয়ার জন্য জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে, সঠিকভাবে নেওয়াটা একটা বড় কাজ। আর এই কাজটি করতে কোন প্রকার দ্বিধাবোধ করবেন না। নিজের জীবন সম্পর্কে সচেতন থাকুন। কোন কাজে ভালো হবে আর কোন কাজে খারাপ হবে এই বিষয়ে সব সময় সচেতন থাকুন সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে শিখুন।

সময়ের মূল্য দিতে শিখুন:-

একজন ভালো ছাত্র হতে চাইলে আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। চাকরি বা ব্যবসায় সফল হতে চাইলেও সময়ের মূল্য দেওয়া অতি প্রয়োজনীয়। সঠিক সময়ে পড়া এবং সঠিক সময়ে কাজ করা ছাত্র বা কর্মজীবনে সফল হওয়ার প্রধান শর্ত। আজ পর্যন্ত পৃথিবীতে যে সকল সফল মানুষ জন্মেছেন, তারা প্রত্যেকেই সময়ের মূল্য দেওয়ার ব্যাপারে অন্যদের চেয়ে সর্বদাই এগিয়ে ছিলেন।

 উৎসাহ এবং আত্মবিশ্বাস সফলতার একটি অঙ্গ :-

কথা কম কাজ বেশি, ছোটবেলা থেকেই এই কথাটি শুনে এসেছেন। আক্ষরিক অর্থেই সত্যি। সফল মানুষরা কথা কম বলেন। চুপচাপ থাকলে মনের সঙ্গে সংযোগ বাড়ে। এর চেয়ে ভালো নিজের সঙ্গে কথা বলুন। আপনার কাজের মান বাড়বে। লোকে অনেক কথাই বলবে কান দেবেন না শুধু এটাই মনে রাখুন সময় এবং পরিস্থিতি জানিয়ে দেবে অন্যদের চাইতে আপনি কতটা সফল। নিজের ভালো লাগার কাজটি করুন নিজের একটা উদ্দেশ্য খুঁজে বের করুন। এবং বিশ্বাস করুন যে আপনি ব্যতিক্রমী কিছু করতে সক্ষম। জীবনে ভালো কিছু সব সময় দেরিতেই আসে, সাফল্য ধরা দিতে সময় নেই বলে কখনো তাড়াহুড়া করবে না এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করুন।

নিজের খারাপ সময় গুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। কারণ এটাই হয়ে উঠবে আপনার জন্য সফলতার গল্প। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য হোঁচট খাওয়া একটি শিক্ষা। হোঁচট খেলে আপনার আত্মবিশ্বাসের জায়গা আরও শক্তিশালী হয় কারণ আপনি জানেন আপনি আবার নিজের শক্তিতেই উঠে দাঁড়াতে পারবেন। নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন সব সময় অন্যদের কাছে আপনাকে আত্মবিশ্বাসি দেখায়। যখন কেউ নিজেকে ভালো ভাবে জানে তখন সহজতভাবে নিজের আত্মবিশ্বাসের জায়গাটি আরো মজবুত হয়ে যায়।

এটি একটি জাদুগরী শক্তি যা নিজের কর্মকাণ্ড এবং নিজের শক্তি সামর্থের উপর আস্থা ও বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তবে আন্তরিকতা ও নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি না থাকে তবে আমরা কখনোই আমরা আমাদের কাজে সফলতা লাভ করতে পারব না। ভালোবাসা ও সৎ সাহস এই দুটি জিনিসই যখনই বাড়ে তখন মানুষ নিজেকে উজাড় করে দিয়ে সফলতার দিকে এগিয়ে যায়।

এ তো ছিল সফল হওয়ার কিছু উৎসাহ। তবে সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। এর মধ্যে প্রথমেই আপনি অন্যকে শক্ত ভাবে না বলতে শিখুন। অসৎ মানুষদের কাছ থেকে দূরে থাকুন। অনেকেই অন্যদের সাথে নিজেকে তুলনা করেন ফলে কখনো অহংকারী হন আবার কখনও হীনমন্যতায় ভোগেন। কিন্তু সফল মানুষেরা কখনোই সেটা করেন না। তারা তুলনা করেন তবে অন্য কারো সাথে নয়, নিজের সাথেই।

আজকের আপনি আর গতকালের আপনি কে তুলনা করুন দেখুন গতকালের ভুল থেকে একটু হলেও বেরিয়ে আসতে পেরেছেন কিনা আপনি। অন্যের নয় নিজের খুঁদগুলো বের করার চেষ্টা করুন। তাহলেই সফলতা ধরা দেবে আপনার হাতে। আবার আমরা অনেকেই কাজের চাপে কাছের মানুষদের কে অবহেলা করি। অবহেলা করি নিজের শখ আর ভালো লাগাকেও। এতে করে আমরা সফল হচ্ছি ঠিকই কিন্তু হারিয়ে ফেলছি প্রিয় কিছু মানুষ।

কাজের পাশাপাশি সব ব্যাপারকে গুরুত্ব দিতে শিখুন। মনে রাখবেন আজ যারা সফল গতকাল তারা গচ্ছিত ছিলেন। আপনি যত বেশি সফল হবেন আপনি তত বেশি সফল হতে চাইবেন। আর আপনি ততই সফল হওয়ার নতুন পথ খুঁজে পাবেন। একবার আপনি সফল হয়ে গেলে আপনার শত্রু তখন আপনার সঙ্গে বন্ধু করতে চাইবে। তাই আজ থেকেই সাধনা শুরু করে দিন। একদিন সাফল্য আপনার হাতে এসে ধরা দেবেই।

সফল ব্যক্তিরা অনুপ্রাণিত করার জন্য প্রতিযোগিতাকে কাজে লাগাতে সক্ষম হন। কিন্তু তারা ঈর্ষার শিকার হওয়াকে এড়িয়ে চলেন। নেতিবাচক আবেগ কে দমন করুন এবং ইতিবাচক অনুভূতি কে ফুটিয়ে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *