মুর্শিদাবাদ জেলায় কন্যাশ্রী প্রকল্পে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে অ্যাকাউন্টেন্ট সহ ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের সম্পূর্ণ চুক্তিভিত্তিক অস্থায়ী পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম জানতে প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর:- 132 /SW(KP)/MSD/23

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 14/07/2023

পদের নাম :- ১) অ্যাকাউন্ট্যান্ট।

মোট শুন্যপদ:- 01 টি।

বয়সসীমা:- 18 থেকে 37 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

বেতনক্রম:- প্রতিমাসে 15,000 টাকা করে।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই অনার্সে গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে B.Com  এবং Accountancy এর উপর। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে সেইসঙ্গে ট্যালির উপর ও। কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :- ২) ডাটা ম্যানেজার।

মোট শুন্যপদ:- 08 টি।

বয়সসীমা:- 18 থেকে 37 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

বেতনক্রম:- প্রতিমাসে 11,000 টাকা করে।

শিক্ষাগত যোগ্যতা:-  প্রার্থীকে অবশ্যই যে কোনো বিষয়ে গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে। কম্পিউটারে টাইপিং স্পীড থাকতে হবে 30 wpm. সেইসঙ্গে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.murshidabad.gov.in এ ক্লিক করে আবেদন পত্র ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:- প্রার্থীকে নির্বাচন করা হবে নিম্নলিখিত পর্যায়ে। যথা –

১) প্রথমে লিখিত পরীক্ষা হবে।

২) তারপরে কম্পিউটার টেস্ট হবে।

৩) সর্বশেষ ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদন জমা করার ঠিকানা:-

 Kanyashree DPMU office (Room No. 2, Kanyashree & Kanyashree Cell of Murshidabad Collectorate, New Building at Berhampore, Barrack Square, Murshidabad, PIN- 742101)।

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 04/08/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *