ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ IGNOU এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-কাম-টাইপিস্ট (Junior
Assistant-cum-Typist) পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম জানতে প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।
পদের নাম:- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-কাম-টাইপিস্ট (Junior Assistant-cum-Typist)।
মোট শূন্যপদ:- 200 টি।
বয়সসীমা:- 31/03/2023 অনুযায়ী 27 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
বেতনক্রম:- প্রতিমাসে বেতন দেওয়া হবে পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও সেই সঙ্গে কম্পিউটারে টাইপিং স্পীড থাকতে হবে ইংরেজিতে 40 w.p.m ও হিন্দিতে টাইপিং স্পীড থাকতে হবে 35 w.p.m.
আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.ignou.ac.in অথবা https://recruitment.nta.nic.in এ গিয়ে আবেদন পত্র ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। তবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ রাজ্যের মিড-ডে-মিল প্রকল্পে হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ। বেতন -11,000 টাকা।
আবেদন ফি:- UR, OBC, EWS প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 1,000 টাকা। এছাড়াও ST,SC, মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 600 টাকা। ও PWD প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 20/04/2023 এই তারিখের মধ্যে।
Official Notice:- Click Here