ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের (IFFCO) তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে ট্রেনি অ্যাকাউন্ট্যান্টস পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে।
আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম কি থাকছে তা সবিস্তারে বর্ণনা করা হলো আজকের এই পোস্টে।
পদের নাম:- ট্রেনি অ্যাকাউন্ট্যান্টস।
বয়সসীমা:- 01/08/ 2023 অনুযায়ী 30 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
বেতনক্রম:- প্রার্থীদের ট্রেনিং চলাকালীন বেতন দেওয়া হবে 36,000 টাকা করে। এছাড়াও বেতনক্রম সমন্ধে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি একটু চেক আউট করে নেবেন।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে 60% নাম্বার নিয়ে গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে। সেইসঙ্গে CA (Intermediate) পাশ করে থাকতে হবে।
আরও পড়ুনঃ নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে (NCL) মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি:- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.iffco.in এ গিয়ে রেজিস্ট্রেশন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস এর তথ্য দিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:-
1/ প্রথমে কম্পিউটার টেস্ট হবে।
2/ সর্বশেষ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।
নিয়োগের স্থান:- দেশের সর্বত্র জায়গায়।
সার্বিক বন্ড:- প্রার্থীদের 1 বছরের ট্রেনিং এর ভিত্তিতে কমপক্ষে 3 বছর সার্ভিস প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ :- প্রার্থীদের আবেদন করতে হবে 31/08/2023 এই তারিখের মধ্যে।
Official Notice:- Click Here