রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প পুনরায় চালু হতে চলেছে। কবে, কোথায় জেনে নিন।

রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল যার নাম দুয়ারে সরকার প্রকল্প(Duare Sarkar Prakalpa)।

এই প্রকল্পটি চালু করা হয়েছিল 2020 সালের 1লা ডিসেম্বর। পশ্চিমবঙ্গের যে সমস্ত সাধারণ গরিব নাগরিক রয়েছেন তাদের সুবিধার্থে অর্থাৎ কল্যাণকর অর্থে এই প্রকল্পটি চালু করা হয়েছিল।

তাই আবারো যাতে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে হাজারো হাজারো মানুষ সুবিধা পেতে পারেন সেই সমস্ত নাগরিকদের সাহায্যার্থে আবারো পুনরায় এই দুয়ারে সরকার প্রকল্পের আয়োজন করা হয়েছে। এছাড়াও রবিবার তথা ছুটির দিনে এই প্রকল্পের ব্যবস্থা বন্ধ থাকবে বলে এমনটাই জানানো হয়েছে সরকারের তরফ থেকে।

তাই সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 1লা এপ্রিল থেকে পুনরায় আবারো দুয়ারে সরকার প্রকল্প চালু হতে চলেছে। সরকারি নির্দেশ অনুযায়ী এও জানানো হয়েছে যে এই দুয়ারে সরকার প্রকল্প ব্যবস্থাটি মিনিমাম 10 থেকে 20 দিন পর্যন্ত চলবে। একসঙ্গে 32 টি সরকারি প্রকল্পের কাজ এই দুয়ারে সরকার প্রকল্পের আওতায় করা হবে বলে এমনটাই সরকারে তরফ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ব্যাংকে অধিক শূন্যপদে এক্সিকিউটিভ অফিসার ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ

আমাদের এলাকায় এই দুয়ারে সরকার প্রকল্প(Duare Sarkar Prakalpa) কবে থেকে শুরু হতে চলেছে তা জানবো কিভাবে:-

আপনাদের এলাকায় কবে থেকে এই দুয়ারে সরকার প্রকল্প শুরু হতে চলেছে তা অবশ্যই অনলাইন মাধ্যমে জানা সম্ভব। এর জন্য আপনাকে যা যা করতে হবে তা নিম্নে আলোচিত হলো। 

  • সর্বপ্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হল এই দুয়ারে সরকার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে www.ds.wb.gov.in  যেতে হবে।
  • তারপরে Find Your Camp অপশনটি ক্লিক করতে হবে।
  • এরপরে আপনার জেলা নির্বাচন করতে হবে।
  • আপনার জেলা নির্বাচন করার পরে আপনি সহজেই দেখতে পাবেন যে, আপনার এলাকায় কবে থেকে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প শুরু হতে চলেছে।

FAQ:-

১) দুয়ারে সরকার প্রকল্পের ইমেইল নম্বর:-

উঃ:- [email protected] 

২) দুয়ারে সরকার প্রকল্পের হেল্পলাইন নাম্বার কত?

উঃ:- 1070 – 033 – 22143526

Leave a Comment