ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে(CSTM) ইনফেকশন কন্ট্রোল নার্স পদে কর্মী নিয়োগ

ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে ইনফেকশন কন্ট্রোল নার্স পদে নিয়োগ করা হবে। সরাসরি walk in interview এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বেতনক্রম জানতে আজকের এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর :- STM/DT/01/070/2023

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- 06/03/2023

পদের নাম :- ইনফেকশন কন্ট্রোল নার্স.

মোট শূন্যপদ :- 01 টি।

বয়সসীমা :- সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

বেতনক্রম :- প্রতিমাসে 25,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে B.Sc নার্সিং ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি :- যেহেতু প্রার্থীকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে সেহেতু প্রার্থীকে আগে থেকে কোনোরূপ আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস বা নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুনঃ হুগলি জেলার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগ

নির্বাচন প্রক্রিয়া :- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদন ফি :- প্রার্থীকে কোনোরূপ আবেদন ফি দিতে হবে না।

ইন্টারভিউয়ের স্থান এবং সময়:- Office of the Director, School of Tropical Medicine, 108 Chittaranjan Avenue, Kolkata-700073.

24/03/2023 এই তারিখে সকাল 11 টার সময়।

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 24/03/2023 এই তারিখের মধ্যে।

Official Notice:- Click Here 

Leave a Comment