আমাদের মধ্যে অনেকেই স্বনির্ভর হতে চাই অর্থাৎ নিজের পায়ে দাঁড়াতে চাই। ব্যবসা(Business) হল একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আত্মনির্ভরশীল হতে পারবেন। এখন প্রশ্ন হল ব্যবসা করতে তো অনেক টাকা বিনিয়োগ করতে হবে, কম টাকা ইনভেস্ট করে কী কোনো ব্যবসা করা যায় না। হাঁ আজকের এই প্রতিবেদনে তুলে ধরব 25(Business Idea In Bengali) টি নতুন ব্যবসার আইডিয়া যেগুলো খুব অল্প পরিমাণ অর্থ দিয়ে আপনি শুরু করতে পারবেন।
যেকোনো জিনিস শুরু করতে হলে ছোটো থেকে ক্রমে ক্রমে শুরু করা উচিত। এমন অনেক ব্যবসায়ী বা শিল্পপতি রয়েছেন যারা প্রথম জীবনে খুব ছোটো থেকে ব্যবসা শুরু করেছিলেন কিন্তু এখন অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন। উদাহরণ স্বরূপ মুকেশ আম্বানি প্রথম সময়ে পকোড়া বিক্রি করে তার ব্যবসা শুরু করেছিলেন তারপর ব্যবসা বাড়িয়ে এখন ভারতের সবথেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন।
Business Idea In Bengali 2022
1.নুডুলস তৈরির ব্যবসা(Noodles Making Business )
ছোট থেকে বড় প্রত্যেকেরই একটি জনপ্রিয় খাবার হলো নুডুলস। নুডুলস তৈরি করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এই ব্যবসায় বেশির ভাগ খরচই মেশিন কিনতে লেগে যায়। একটি ছোট নুডুলস তৈরির মেশিন কিনতে প্রায় 40 হাজার টাকা লাগবে এবং আপনি যদি বড় মেশিন কিনতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় দেড় লাখ টাকা। প্রাথমিক অবস্থায় একটি ছোট্ট নুডুলস তৈরীর মেশিন কিনেও আপনার ব্যবসা শুরু করতে পারেন
2. আয়ুর্বেদিক দ্রব্য বিক্রি করার ব্যবসা (Ayurvedic Product Business)
বর্তমান সময়ে আয়ুর্বেদিক দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। আজকাল প্রত্যেকেই সবার প্রথমে আয়ুর্বেদিক জিনিস কে প্রাধান্য দেয় এবং এর উপকারিতা অনেক উচ্চস্তরের। তো সেই হিসেবে আপনি আয়ুর্বেদিক ওষুধ অথবা বিভিন্ন দ্রব্য বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন।
3. পপকর্ন তৈরীর ব্যবসা ( Popcorn Making Business)
বেশিরভাগ মানুষ এই পপকন খেতে খুবই ভালোবাসেন বিশেষ করে আপনি যদি সিনেমা হল অথবা রাস্তার মোড়ে পপকর্ন বিক্রি করে থাকেন তাহলে আপনার বিক্রি সর্বাধিক হবে। এই ব্যবসা শুরু করতে চাইলে আপনার মেশিনের খরচই কেবলমাত্র লাগবে। আপনি চাইলে নিজের ঘরে পপকর্ন তৈরি করে প্যাকিং করে বিভিন্ন দোকানে সাপ্লাই দিতে পারেন। আজকাল পপকনের অনেক ভ্যারাইটি বাজারে দেখতে পাওয়া চকোলেট পপকর্ন বাটার পপকর্ন ইত্যাদি।
4.বাচ্চাদের খেলনার দোকান (Toy Shop Business)
আজকাল প্রত্যেক পিতা-মাতা তার সন্তানকে নানা ধরনের নতুন নতুন খেলনা এবং গ্যাজেট দিয়ে থাকেন। আপনি উন্নতমানের খেলনার দোকান খুলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি শহরে ব্যাবসা করেন তাহলেতো আর কথাই নেই, এই ব্যবসা আপনার জীবন গড়ে দিতে পারে।
5. আইসক্রিম তৈরির ব্যবসা (Ice cream Making Business)
বিশেষ করে গরমের সময়ে আইসক্রিম আমরা প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করি। আমাদের দেশে প্রায় 8 থেকে 9 মাস আইসক্রিমের চাহিদা খুবই রয়েছে। আপনি প্রাথমিক অবস্থায় ইউটিউব দেখে আইসক্রিম তৈরির ধারণা নিতে পারেন। এই বিজনেসটি শুরু করতে আপনার প্রায় কমপক্ষে 40 হাজার টাকা লাগতে পারে।
6. গিফট শপ এর ব্যবসা (Gift Shop Business In Bengali)
বর্তমান সময়ে প্রায়ই জন্মদিন, বিয়ে বাড়ি এবং বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান লেগেই আছে। আর অনুষ্ঠান মানে উপহার দেওয়ার একটি বিষয় থেকেই থাকে। বাজারে চাহিদা এবং বিভিন্ন শ্রেণীর মানুষের পছন্দ অনুযায়ী আপনাকে প্রোডাক্ট রাখতে হবে।
তাছাড়া যদি অত্যাধুনিক উন্নতমানের Product আপনি নিজের দোকানে রাখেন তাহলে মানুষের চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে,আজকাল মানুষ ছোট ছোট জিনিসের প্রতিও অনেক টাকা ব্যয় করতে রাজি হয়ে যায়।
7. ক্যাটারিং এর ব্যবসা (Catering Business Idea In Bengali)
ক্যাটারিং এর ব্যবসা বলতে বিভিন্ন অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা করা এবং তা পরিবেশন করা। যেহেতু আজকাল প্রায়ই প্রত্যেকটি অঞ্চলে অনুষ্ঠান লেগেই থাকে। আপনি যদি ক্যাটারিং এর ব্যবসা শুরু করতে পারেন তাহলে এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ এই ক্যাটারিং এর ব্যবসা করতে গেলে আপনাকে একটু বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। তার সঙ্গে আপনার নিজস্ব একটি টিম প্রয়োজন রয়েছে যারা এই ক্যাটারিং এ কাজ করবে। আপনাকে বুঝে নিতে হবে যে আপনার প্রতিযোগিরা কিভাবে কাজ করছে এবং তাদের কোথায় কোথায় কি লস হচ্ছে।
8. হোম গার্ডেনিং এর ব্যবসা (Home Gardening Business In Bengali)
প্রত্যেকেই নিজের বাড়ি কে খুব সুন্দর ভাবে সাজাতে চান। বাড়ি ঘর ডেকোরেশন এর সময় আমরা বাড়ির বিভিন্ন জায়গায় ছোট ছোট উন্নত ধরনের প্লান্ট রাখতে ভালবাসি। সবুজ উদ্ভিদ ঘরের ভিতর থাকলে তা ব্যক্তিকে একটি পজিটিভ এনার্জি প্রদান করে তাই প্রত্যেকেই কিছু না কিছু উদ্ভিদ বাড়িতে রাখতে চান এবং এর চাহিদাও অনেকে রয়েছে।
খুব অল্প টাকায় এই উদ্ভিদ এবং গাছপালা বিক্রি করার ব্যবসা শুরু করতে পারেন ।যেহেতু এটি একটি ইউনিক ব্যবসা তো সেই হিসেবে প্রাথমিক অবস্থায় আপনিও শুরু করতে পারেন, আশা করা যায় আপনি এখান থেকে আপনার ব্যবসাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন।
9. রিয়েল এস্টেট বিজনেস (Real estate Business In Bengali)
প্রধানত এটি একটি জমি, বাড়ি অথবা প্লট ক্রয় এবং বিক্রি করার সম্পর্কিত ব্যবসা। এই ব্যবসার জন্য আপনাকে একটাই রিয়েল এস্টেট এজেন্সি খুলতে হবে এবং তার একজন Agent হতে হবে। সেইসঙ্গে বিভিন্ন সম্পত্তির মালিকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যারা তাদের সম্পত্তি বিক্রি করতে চান।
আপনাকে এমন ব্যক্তির কাছে পৌঁছাতে হবে যারা এই সম্পত্তিটি কিনতে চান অথবা আপনি আপনার কোম্পানির বিজ্ঞাপন দিতে পারেন। এবং এইভাবে যদি আপনি একটি জমি বিক্রি করে দিতে পারেন তাহলে আপনি ওইখান থেকে 1% বা 2% কমিশন পেয়ে যেতে পারেন। যেটি অনেক টাকায় পরিণত হতে পারে।
আপনি যদি এই ব্যবসা করতে চান তাহলে বাজার চলতি সম্পত্তি কেনাবেচার হিসাব আপনাকে জানতে হবে এবং এই ব্যবসার সাবধানে পদক্ষেপ নিতে হবে। কারণ এখানে প্রচুর প্রতারণামূলক ঘটনা ঘটে থাকে।
10. মহিলাদের জন্য জিম সেন্টার (Gym Center For Women)
আজকাল দেখা যায় বেশিরভাগ মহিলারই ওজন বেড়ে যাচ্ছে। তাই মহিলাদের জন্য জিম সেন্টার তৈরি করা এটি একটি উন্নত চিন্তাধারার ব্যবসা। শুধুমাত্র প্রয়োজনীয় মেশিন কিনে এই ব্যবসা তৈরি করতে পারে। পুরুষদের জিমের তুলনায় মহিলাদের জিমের সেন্টার তৈরি করতে অনেক কম খরচে লাগে।
11. কাগজের প্লেট ও কাপ তৈরির ব্যবসা (Plate Making Business In Bengali)
আজকাল থার্মোকল দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রিক কেউ সেরকমভাবে পছন্দ করেন না। তাই এর পরিপূরক হিসেবে বাজারে কাগজের বিভিন্ন প্রডাক্ট এসেছে এবং এর চাহিদাও রয়েছে তুঙ্গে। আপনি যদি কাগজের কাপ ও প্লেট তৈরি করে ব্যবসা করতে চান তাহলে আপনার কাছে একটি ভাল অপশন হতে পারে।
12. মোমবাতি তৈরির ব্যবসা (Candle Making Business In Bengali)
মোমবাতির চাহিদা সারা বছরই রয়েছে। এটি একটি লাভজনক ব্যবসা। বিশেষ করে ধর্মীয় এবং ঐতিহ্যগত দ্রব্য হিসেবে মোমবাতি ব্যবহৃত হয়। আজকাল বড় বড় রেস্টুরেন্টে Candela Light Dinner সিস্টেমকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই জন্য রেস্টুরেন্ট গুলিকে একটি প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করার জন্য বিভিন্ন ধরনের উন্নত চাহিদাসম্পন্ন মোমবাতি ব্যবহার করেন।
এই ব্যবসা শুধু মাত্র কুড়ি থেকে ত্রিশ হাজার টাকার বিনিয়োগ করে শুরু করতে পারেন। এই ব্যবসার কাঁচামাল রয়েছে প্রধানত মোম,সুতো,সুঁচ সুগন্ধি তেল ইত্যাদি। কাঁচামালের পাশাপাশি আরো কিছু সরঞ্জাম রয়েছে যেগুলো মোমবাতি তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন মোম গলানোর পাত্র, ওজন করার যন্ত্র, হাতুড়ি,ওভেন ইত্যাদি
13. আচার তৈরির ব্যবসা ( Pickle Making Business In Bengali)
আচার হলো একটি সুস্বাদু ও জনপ্রিয় খাবার। আপনি প্রত্যেকের বাড়িতে কমপক্ষে এক থেকে দু ধরনের আচার অতি সহজেই পেয়ে যাবেন। রুটি এবং ব্রেডের সঙ্গে আচার দারুণ উপভোগ করেন। আপনি যদি কম ইনভেস টেড কোন ব্যবসা শুরু করতে চান তাহলে এটি আপনার জন্য নিরাপদ এবং সহজ। এই ব্যবসা শুরু করতে আপনার 10 থেকে 15 হাজার টাকা লাগতে পারে। আজকাল বিদেশে চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
14.ভেষজ সাবান (Ayurvedic Soap Makin Business In Bengali)
আপনি যদি ছোট ব্যবসা শুরু করতে চান তাহলে ভেষজ সাবান একটি ভাল অপশন। বর্তমানে এই ভেষজ সাবানের চাহিদা খুবই উন্নত সেইসঙ্গে প্রত্যেকদিন কয়েক মিলিয়ন মানুষ এই ভেষজ সাবান ব্যবহার করেন। আপনি নিজের বাড়িতে অথবা জায়গা ভাড়া নিয়ে এই ব্যবসা শুরু করতে। কিভাবে সাবান তৈরি করতে হয় তা জানতে চাইলে সরকার থেকে অনেক কোর্স করানো হয়।
15.কাগজের ব্যাগ তৈরি (Bag Making Business In Bengali)
বর্তমান সময়ে সরকার থেকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা খুব ক্ষতিকর বলে জানানো হয়েছে এবং সেই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে। তাই এর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাক অর্থাৎ কাগজের তৈরি ব্যাক খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন পণ্যসামগ্রী বহন করতে এই ব্যাগ ব্যবহার করা যেতে পারে। অনেক কম বিনিয়োগের মাধ্যমে ওই ব্যাগের কাজ প্রাথমিক অবস্থায় শুরু করা যেতে পারে এবং এটি একটি লাভজনক ব্যবসা।
16. মাক্স তৈরীর ব্যবসা (Musk Making Business In Bengali))
বর্তমান করণা মহামারীর সময় মাক্স তৈরি করা হল সবচেয়ে একটি জনপ্রিয় এবং ছোট ব্যবসার মধ্যে অন্যতম। প্রত্যেকটি মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাই বর্তমান দেখা যাচ্ছে সারা বছরই এর চাহিদা রয়েছে তো প্রাথমিক অবস্থায় আপনি মাক্স তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন।
17. ডিজিটাল মার্কেটিং (Digital Marketing In Bengali)
ছোট ব্যবসা হিসেবে ডিজিটাল মার্কেটিং ও একটি সুযোগ প্রদান করে। আপনি আপনার নিজের কোম্পানি তৈরি করতে পারবেন যেখানে একজন ফ্রীল্যান্সার হিসেবে কাজ করবে। এখানে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে আপনার এ বিষয়ে দক্ষতা থাকতে হবে আর যদি আপনি চান ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন।
18.ডিজিটাল স্টোর (Digital Store In Bengali)
আজকাল সারা বিশ্ব প্রযুক্তি বিদ্যায় খুবই এগিয়ে গেছে সবকিছু এখন ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত হচ্ছে। আপনার যদি ইন্টারনেটে দক্ষতা থাকে তাহলে আপনি একটি সাইবার সেন্টার খুলতে পারেন যেখানে বেশির ভাগ মানুষ বিভিন্ন স্কিম এবং ছোট ছোট কাজ করার জন্য আসেন। এই ব্যবসা শুরু করেও লাভবান হতে পারেন।।
19. ইউটিউব (Youtube Video Making In Bengali)
বর্তমান সময়ে অনলাইনে টাকা ইনকাম করার একটি সহজ উপায় হচ্ছে ইউটিউব। ইউটিউব এ আপনি ভিডিও তৈরি করে আপনি একজন সফল ইউটিউবার হতে পারেন। আপনার ভিডিওতে গুগল থেকে অ্যাড দেখানোর ভিত্তিতে আপনাকে অর্থ প্রদান করা হবে। এর জন্য আপনাকে কোন প্রকার ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র আপনার মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে আপনি ইউনিক একজন ইউটিউবার হয়ে যেতে পারেন।
20. ব্লগিং (Blogging In Bengali)
আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে ব্লগিং আপনার জন্য একটি প্ল্যাটফর্ম ।কারন আজকাল দেখা যাচ্ছে অনেকে ইন্টারনেট কে কাজে লাগিয়ে ব্লগিংয়ের মাধ্যমে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে সমর্থ হয়েছেন। জানার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন How to Learn Blogging সবকিছুই আপনার সামনে চলে আসবে সেখান থেকে শিখে নিতে পারেন কিভাবে ব্লগিং করতে হয়।
21. অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ (Aquarium Business In Bengali)
আজকাল অনেকের বাড়িতে অ্যাকোরিয়াম দেখতে পাওয়া যায় এবং খুব সৌখিন ভাবে রংবেরঙের মাছ রাখতে ভালবাসেন ওই অ্যাকোয়ারিয়ামে। আপনি ওই রঙিন মাছ চাষ করে তাদের প্রজনন করিয়ে ভালো ব্যবসা করতে পারেন। পরবর্তীতে আয় বাড়াতে আপনি মাছের খাবার এয়ার পাম্প এবং অ্যাকোয়ারিয়ামের সাজসজ্জা ও বিক্রি করতে পারেন।
22. এনভেলপ ও ফাইল তৈরি (File Making Business In Bengali )
যদিও এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে তবুও এই এনভেলাপ ও ফাইলের উচ্চ চাহিদা রয়েছে। স্কুল কলেজ এবং ব্যবসা ক্ষেত্রে এই কাগজের খাম এবং ফাইলগুলি খুবই কাজে লাগে। বাজারের চাহিদা কে মাথায় রেখে আপনি বিভিন্ন ধরনের কাগজ অথবা পেপার দিয়ে এনভেলাপ এবং ফাইল তৈরি করতে পারেন।
23.পিপিই কিট তৈরির ব্যবসা (PPE Kit Making In Bengali)
বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই করোনা সংক্রমনের ভয় পাই তাই অনেকে পিপিই কিট ব্যবহার করি। কিন্তু বর্তমানে পিপিই কিট এর চাহিদা অনেক রয়েছে সেই তুলনায় সাপ্লাই অনেক কম রয়েছে তাই এই পিপিই কিট তৈরি শুরু করতে পারেন এটি একটি ভাল ব্যবসা হতে পারে।
24. চকোলেট তৈরির ব্যবসা (Chocolate making Business In Bengali)
বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে চকোলেট খেতে খুবই ভালোবাসে আজকাল বিভিন্ন খাদ্যসামগ্রীতে ইউনিয়নের আনার জন্য চকলেট ব্যবহার করা হচ্ছে ।তাই আপনি যদি চকলেট তৈরি করার ব্যবসা শুরু করেন তাহলে আপনি ঘরে বসে অনলাইন অথবা অফলাইনেও চকোলেট বিক্রি করতে পারবেন।
25. ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator )
এখন নিজের ল্যাপটপ ও মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে পারবেন। অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে অনেক ডাটা এন্ট্রি পদে কাজ করা যায়। আজকাল অনেকে অনলাইনে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করছেন।
আজকের এই প্রতিবেদনে আমরা 25 টি স্বল্প বিনিয়োগ করে লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করলাম। আশা করি উপরের উদাহরন গুলো থেকে প্রাথমিক ভাবে আপনার ব্যবসা করতে খুব সুবিধা হবে।
যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পাশের বন্ধু এবং আত্মীয়-স্বজন এর সঙ্গে এই প্রতিবেদনটি শেয়ার করুন যাতে প্রত্যেকে খুব অল্প বিনিয়োগে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে।
FAQ
সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি?
মূলত লাভজনক ব্যবসা বলাটা খুবই কঠিন। যে কোন ব্যবসা লাভজনক হয়ে উঠতে পারে যদি আপনি সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করেন।
অনলাইনে করা যায় এমন ব্যবসার নাম কি?
আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতে পারেন। ব্লগিং,ওয়েবসাইট ডিজাইন,ডাটা এন্ট্রি অপারেটর,অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন সেইসঙ্গে অনেক প্রকার কাজ রয়েছে।
কোন ব্যবসায় ক্ষতি নাই?
আপনি যদি পরিষেবা প্রদান করে ব্যবসা করতে চান তাহলে এই ব্যবসায় কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।