Swami Vivekananda Scholarship

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এমন কিছু স‍ংখ্যক দরিদ্র পরিবার আছে যারা তাদের সন্তানদের ঠিকমতো পড়াশোনার খরচ চালাতে পারে না। সেই ‌সমস্ত দরিদ্র ‌পরিবার গুলির কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার একটি স্কলারশিপ চালু করেছে যার নাম “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” বা “বিকাশ ভবন স্কলারশিপ”। তো এখন সবার প্রথমে আমরা জানবো যে, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কিভাবে আবেদন করতে হবে, এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, এর স্ট্যাটাস চেক কিভাবে করব। এছাড়াও আরও বিভিন্ন তথ্য জানার জন্য এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 (Swami Vivekananda Scholarship 2022)

পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপ কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য যারা তাদের পড়াশুনার খরচ বহন করতে পারে না।

নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং আন্ডারগ্রাজুয়েট ভালো নাম্বার পেয়ে স্নাতক পাস করা ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। এর দ্বারা সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই উৎসাহ পায়। এবং তাদের ওপর যদি কোনো আর্থিক সমস্যা থাকে পড়াশুনার ক্ষেত্রে তাহলে সেটা অতি সহজেই কাটিয়ে ওঠা যায়।

Swami Vivekananda Scholarship 2022 Details

নামবিকাশভবন বা স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ
প্রদানকারীপশ্চিমবঙ্গ রাজ্য সরকার
কত টাকা দেওয়া হবেযোগ্যতা অনুসারে 1000 টাকা থেকে 5000 টাকা প্রতিমাসে
আবেদন পদ্ধতি অনলাইন
ওয়েবসাইট svmcm.wbhed.gov.in
হেল্পলাইন18001028014
Bikash Bhaban scholarship 2022

স্বামী বিবেকানন্দ/ বিকাশভবন স্কলারশিপ এর সুবিধা (Benefits of Swami Vivekananda Scholarship)

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত।
  • এই স্কলারশিপে ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য মাসিক অর্থ প্রদান করা হবে
  •  এই স্কলারশিপ পাওয়ার মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক চাপ অনেকটাই কমবে।
  • এই স্কলারশিপ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষার হার অনেকটাই বৃদ্ধি পাবে।

স্বামী বিবেকানন্দ / বিকাশভবন স্কলারশিপ এ আবেদনের যোগ্যতা (Eligibility to apply for Swami Vivekananda Scholarship)

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদনের জন্য যেকোনো শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে।
  • শিক্ষার্থী যদি মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয় তবে এখানে আবেদন করতে পারবে।
  • শিক্ষার্থী যদি উচ্চমাধ্যমিকে 60% নাম্বার পায় এবং Under Graduate এর যেকোনো বিষয়ে বা engineering, Medical এছাড়া যে সমস্ত কোর্স রয়েছে সেখানে ভর্তি হয় তবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করা যাবে।
  • শিক্ষার্থী যদি Under Graduate(UG) এ 53% নাম্বার পেয়ে এবং post Graduation এ ভর্তি হয় তবে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
  • শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় যদি আড়াই লাখের কম হয় তবেই এখানে আবেদন করা যাবে।

স্বামী বিবেকানন্দ / বিকাশভবন স্কলারশিপ এ কত টাকা দেওয়া হবে(How much money will be given in bikash Bhavan Scholarship)

সমস্ত ছাত্র-ছাত্রীদের যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা স্কলারশিপ দেওয়া হয়। এরমধ্যে বিকাশ ভবন স্কলারশিপ এ কত টাকা দেওয়া হয় তা নিম্নে আলোচনা করা হলো।

  • শিক্ষার্থী যদি মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে পাশ করে তাহলে তাকে প্রতিমাসে 1000 টাকা করে দেওয়া হবে।
  • শিক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে পাশ করে তাহলে তাকে প্রতিমাসে 1000 – 5000 টাকা করে দেওয়া হবে।
  • শিক্ষার্থী যদি Under Graduate এ 53% নাম্বার পেয়ে পাশ করে তাহলে তাকে প্রতিমাসে টাকা করে দেওয়া হবে।
  • পলিটেকনিক ছাত্রদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।

স্বামী বিবেকানন্দ / বিকাশভবন স্কলারশিপ এ কিভাবে আবেদন করবো (How to apply for Swami Vivekananda Scholarship)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কেবলমাত্র অনলাইন মাধ্যমে সম্ভব। তো এই স্কলারশিপে কিভাবে আবেদন করব তা নিম্নে আলোচনা করা হল।

Step ১: প্রথমে শিক্ষার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

Step ২: এরপর Registration বোতামে ক্লিক করতে হবে।

Step ৩: তারপর Apply Application এ ক্লিক করতে হবে।

Step ৪: এরপরে শিক্ষার্থীকে নিজের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, Date Of Birth ইত্যাদি সমস্ত প্রকার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীকে একটি Password তৈরি করতে হবে যা পরবর্তীতে লগইন করার সময় দরকার হবে।

Step ৫: এখন রেজিস্ট্রেশন ঠিকঠাক হওয়ার পর শিক্ষার্থীকে একটি Application Id দেওয়া হবে যার মাধ্যমে পরবর্তীতে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে পারবে।

Step ৬: এরপর শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আবেদন পদ্ধতি সম্পন্ন করতে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে।

Step ৭: তারপর অনলাইনে আবেদন করার জন্য আবেদন পত্রটি ভালোভাবে ফিলাপ করতে হবে এবং শিক্ষার্থীর ছবি স্ক্যান করতে হবে তার সঙ্গে স্বাক্ষর স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এরপরে শিক্ষার্থীকে সমস্ত প্রকার ফর্মালিটি পূরণ করতে হবে। তবেই শিক্ষার্থীর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

স্বামী বিবেকনন্দ / বিকাশভবন স্কলারশিপ এ আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে (What documents are required to apply for Swami Vivekananda Scholarship)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বলে অনলাইনে আপলোড করতে হবে তা হল-

  1. জন্মের পরিচয় পত্র।
  2. মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক পরীক্ষার মার্কশীট।
  3. পরীক্ষার এডমিট কার্ড।
  4. পরিবারের বাৎসরিক আয়ের এর প্রমাণপত্র।
  5. শিক্ষার্থীর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড।
  6. ব্যাংকের পাস বই।
  7. নতুন শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির রিসিভ কপি।

শিক্ষার্থীকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রয়োজনীয় নথিপত্র গুলিকে পিডিএফ করে আপলোড করতে হবে। এক্ষেত্রে আরও মনে রাখতে হবে যাতে নথিপত্রগুলোর সাইজ 1 MB এর বেশি না হয়।

স্বামী বিবেকানন্দ / বিকাশভবন স্কলারশিপ কিভাবে রেনুয়াল করবো (How to renew Swami Vivekananda Scholarship)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রেনুয়াল করার জন্য সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রথমত বিগত বছরের অনলাইনে আবেদনের সময় যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল সেইটা দিয়ে লগইন করতে হবে। এবং পরবর্তীতে সমস্ত প্রকার ডকুমেন্টের তথ্য দিয়ে ধাপে ধাপে রেনুয়াল আবেদন করতে হবে।

স্বামী বিবেকানন্দ / বিকাশভবন স্কলারশিপ এ আবেদনের লাস্ট ডেট কবে(Last date to apply for Swami Vivekananda Scholarship?)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন প্রক্রিয়া চলবে 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত।

FAQ

1) বিকাশ ভবন স্কলারশিপে কিভাবে আবেদন করব?

Ans: আবেদন করতে হবে অনলাইন পদ্ধতিতে।

2) বিকাশ ভবন স্কলারশিপ এ কত টাকা দেওয়া হয়?

Ans: শিক্ষার্থীর যোগ্যতা অনুসারে 1000 টাকা থেকে 5000 টাকা প্রতিমাসে।

3)স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে?

Ans:যেসব শিক্ষার্থীরা আর্থিকভাবে দুর্বল এবং মেধাবী তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে।

4)বিকাশ ভবন স্কলারশিপ ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি আলাদা না একই?

Ans:হ্যাঁ স্কলারশিপ একটাই কিন্তু দুটো আলাদা নাম।

5) বিকাশ ভবন স্কলারশিপ এর হেল্পলাইন নাম্বার?

Ans: 18001028014 এবং ওয়েবসাইট svmcm.wbhed.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *