ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ।বেতন 28,000 টাকা থেকে 36,000 টাকা।

কেন্দ্রীয় সরকারের আয়তাধীনে ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রার্থীকে Aircraft Technician পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম কি থাকছে তা সবিস্তারে বর্ণনা করা হবে আজকের এই প্রতিবেদনে।

বিজ্ঞপ্তি নম্বর :-ALESL/TRV-AC/TECH/2492

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:-16.02.2023

পদের নাম :- Aircraft Technician

মোট শূন্যপদ :- 90 টি।

বয়সসীমা :- 01/02/2023 অনুযায়ী জেনারেল প্রার্থীদের জন্য 37 বছরের মধ্যে। OBC প্রার্থীদের 01/02/2023 অনুযায়ী 40 বছরের মধ্যে। SC/STপ্রার্থীদের 01/02/2023 অনুযায়ী 42 বছরের মধ্যে।

বেতনক্রম :- প্রতিমাসে 28,000 টাকা থেকে 36,000 টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে Mechanical/Electrical/Instrumentation/ Electronics এর উপর।

আবেদন পদ্ধতি :- প্রার্থীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট https://www.aiesl.in/career.aspx এ গিয়ে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। তবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচন প্রক্রিয়া :- 

  • প্রথমে মেডিক্যাল টেস্ট হবে।
  • সর্বশেষ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে।

আবেদন ফি :- আবেদনকারী প্রার্থীকে 1,000 টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফি কাটতে হবে Demand Draft এর মাধ্যমে।

ইন্টারভিউয়ের স্থান,  তারিখ এবং সময়:- 

Office of GM-Engineering,

AI Engineering Services Limited

Maintenance Repair Overhaul,(MRO)

Near International Airport (T-2), Opp. to KSEB, Chackai, Trivandrum,

Kerala: 695007.

7ই মার্চ থেকে 9ই মার্চ 2023 তারিখে 09:30 AM to 05:30 PM পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ:- প্রার্থীকে আবেদন করতে হবে 03/03/2023 এই তারিখের মধ্যে।

আরও পড়ুনঃ কল্যাণী ইউনিভার্সিটি তে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ।। কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত তথ্য

Official Notice:- Click Here 

Leave a Comment